কম খরচে মানসম্মত ইন্টারনেট সেবা দিতে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

|

মানসম্মত ইন্টারনেট সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। গ্রাহকরা যাতে সাশ্রয়ী খরচে সেবা পেতে পারে সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি মিলনায়তনে আয়োজিত কর্মশালায় তিনি এসব তথ্য জানান।

এতে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, আশেপাশের দেশের মতো বাংলাদেশেও মোবাইল কভারেজ সম্প্রসারণ, পরিষেবা ডিজিটালাইজেশন করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রগতিও হয়েছে। টেলিযোগাযোগ খাতে সংস্কার আনা হচ্ছে। যাতে ভবিষ্যতে কর্মপরিধি আরও বাড়ে। লাইসেন্সিং ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।

প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে প্রতারণার বিষয়েও সচেতন হওয়ার পরামর্শও দেন বিটিআরসির চেয়ারম্যান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply