রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের পরিবহনকারী ক্ষণিকা বাসে ভাঙচুর চালিয়েছে একদল শিক্ষার্থী। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) উত্তরা পশ্চিম থানায় মামলা করেছে ভুক্তভোগী এক শিক্ষার্থী।
বাসে হামলার এ ঘটনায় ড্রাইভারসহ ৮ শিক্ষার্থী আহত হন বলে জানা গেছে। এছাড়া গাড়ির জানালাগুলোও ভেঙে দেয়া হয়েছে।
এর আগে, সন্ধ্যায় বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় মামলা ও বিচার চাইতে উত্তরা পশ্চিম থানায় যান ঢাবি উপাচার্য ও প্রক্টর। এসময় আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেয় থানা পুলিশ।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের সড়ক অবরোধ করে অন্যান্য যানবাহন ভাঙচুরের সময় ঢাবির একটি শিক্ষার্থী বহনকারী বাস ঘটনাস্থলে পৌঁছালে সে বাসেও হামলা চালায় স্কুলছাত্ররা। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে। আহতরা বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ছাত্রদল, বাগছাসসহ বিভিন্ন ছাত্রসংগঠন নিন্দা জানিয়েছে।
/এমএইচ
Leave a reply