নির্বাচন কমিশনের নির্দেশে সারা দেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়, কমিশনের শিডিউল মেনে আজ থেকে সংসদীয় আসনগুলোয় টহলে থাকবেন বিজিবি সদস্যরা। ভোটকে কেন্দ্র করে সহিংসতা রোধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে কাজ করবেন তারা। এরইমধ্যে বিভিন্ন সংসদীয় আসনে টহল শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।
কুমিল্লাস্থ ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মোঃ মহিউদ্দিন জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসন ও চাঁদপুরের ৫ টি আসনে বিজিবি মোতায়েন করা হয়েছে।
Leave a reply