আইপিএলের ১২তম আসরের নিলামে অবিক্রিত রয়ে গেলেন মুশফিকুর রহিম। নিলামে মুশফিকের নাম উঠলেও আট ফ্রাঞ্চাইজির কেউই মুশফিককে দলে নিতে আগ্রহ দেখায়নি।
আজ মঙ্গলবার ভারতের জয়পুরে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। এদিন ইংলিশ ওপেনার স্যাম কারনকে কিংস ইলেভেন পাঞ্জাব ৭.২ কোটি রুপিতে কেনার পর লুক রনকির নাম উঠে। তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল।
এরপরই ঘোষণা হয় বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নাম। তবে বাংলাদেশ দলের এই নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি।
এর আগে ২০১৬ সালের আইপিএলের নিলামেও তালিকায় নাম ছিল মুশফিকের। সেবারও তিনি অবিক্রিত থেকে যান।
এবারের আইপিএলে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তী। বাঁ-হাতি পেসার উনাদকাটকে ৮.৪০ কোটি টাকায় দলে নেয় রাজস্থান রয়েলস। আর অলরাউন্ডার বরুণ চক্রবর্তীকে ৮.৪০ কোটি টাকায় দলে নেয় কিংস ইলেভেন পঞ্জাব।
আইপিএলের ১২তম আসরের নিলামে অবিক্রিত রয়েছেন ভারতের এক সময়ের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। ২০১১ সালের বিশ্বকাপে ভারতকে ট্রফি উপহার দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখা যুবরাজ, ২০১৫ সালের আইপিএলে ১৬ কোটি রুপিতে বিক্রি হন। অথচ তিন বছরের ব্যবধানে আইপিএলের আসন্ন আসরে অবিক্রিত রয়ে গেলেন যুবরাজ।
Leave a reply