‘ভোটের দিন বিকাল ৫টা পর্যন্ত কমতে পারে ইন্টারনেটের গতি’

|

ভোটের দিন বিকাল ৫টা পর্যন্ত ইন্টারনেটের গতি কমানোর কথা ভাবছে নির্বাচন কমিশন। এমনটা জানিয়েছেন ইসি সচিব মো: হেলালুদ্দীন আহমদ। তবে ফলাফল গণনার সময় গতি স্বাভাবিক থাকবে। বুধবার ফলাফল ব্যবস্থাপনায় নিয়োজিতদের প্রশিক্ষণকালে তিনি এ কথা বলেন।

একই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেছেন, ফলাফল গণনার ভুলে যেন নির্বাচন পণ্ড না হয় সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) ইসিতে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ইন্টারনেটের গতি কমানোর ব্যাপারে সুপারিশ করা হয়। ভোটের দুই দিন আগে মোবাইল ইন্টারনেটের গতি কমিয়ে ফোরজি থেকে টুজিতে নামানোর কথা বলা হয় তখন। এর পাশাপাশি ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে গণমাধ্যমকর্মীরা যাতে মোবাইল ফোন ব্যবহার করতে না পারে তা নিয়ে আলোচনা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply