Site icon Jamuna Television

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে দু’জনের সাক্ষ্য গ্রহণের কথা থাকলেও আদালতে হাজির না হওয়ায় আগামীকাল পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত।

মঙ্গলবার (৬ মে) সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. মনিরুল ইসলাম মুকুল জানান, সাক্ষী হিসেবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের চিকিৎসক ডা. মমতাজ বেগম ও ডা. দেবীকা রায় উপস্থিত থাকার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে আসতে পারেনি। তাই আদালত আগামীকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

এর আগে, সকালে আসামিদের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যায় শিশু আছিয়া। সেখানে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। এ ঘটনায় তার মা আয়েশা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করেন।

/এএইচএম

Exit mobile version