নির্বাচনে পুলিশের আচরণ কখনো এমন দেখিনি: ড. কামাল

|

নির্বাচনে পুলিশের আচরণ কখনো এমন দেখিনি; যা খুবই লজ্জাকর। সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে ‘মানবাধিকার, সুশাসন ও ভোটাধিকার’ শীষক আলোচনা সভায় এমন অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেন।

তিনি বলেন, মানবাধিকার আদালতে এনে রক্ষা করা যায় না। দুর্বল আদালত হলে, মানবাধিকার রক্ষা হয় না। যেসব বিচারক তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেননি; পরবর্তীতে তাদের ধিক্কার পেতে হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এর আগে, সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন অভিযোগ করেন, রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ করলেও; উচ্চ আদালত তা বাতিল করে দিচ্ছে। এরফলে, আসনগুলো বিরোধী প্রার্থী শূন্য হয়ে যাচ্ছে। যা কখনোই অংশগ্রহণ মূলক নির্বাচনের নজির নয়। বিচার বিভাগের ওপর সবসময় নির্বাহী বিভাগ প্রভাব বিস্তার করতে চায়। যা নিয়মে পরিণত হয়েছে; এটা সুশাসন নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply