পাল্টাপাল্টি অভিযোগ না করে প্রচারণায় মনোযোগ দেয়া উচিত: সাবের

|

নির্বাচনের মাঠে পাল্টাপাল্টি অভিযোগ না করে প্রচারণায় মনোযোগ দেয়া উচিত। ভোটারদের জন্য কী করবেন, সেটা বলাই বেশি জরুরী। এমনটা মন্তব্য করেছেন ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাবের হোসেন চৌধুরী।

বুধবার দুপুরে খিলগাঁওয়ে নিজের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলনে সাবের হোসেন বলেন, নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেয়া আছে যেন ধরনের সহিংসতা না হয়। মাদারটেকের সহিংসতার ঘটনায় কমিশনে চিঠি নিয়ে ব্যবস্থা নিতে বলেছি। আফরোজা আব্বাসের যদি কোন অভিযোগ থেকে থাকে, সেটা তিনি পুলিশকে লিখিত জানাতে পারতেন। পুলিশ যদি কোন প্রার্থীর নিরাপত্তায় এগিয়ে না আসে সেটা তাদের ব্যর্থতা।

তিনি বলেন, আমরাও চাই না নির্বাচনে সহিংসতা হোক। আফরোজা আব্বাসের সাথে ঐ ঘটনায় আমাদের কেউ জড়িত থাকলে পুলিস ব্যবস্থা নেবে। শুধু ইসিকে দোষারোপ না করে প্রার্থীদের আচরনবিধি মানার ব্যাপারে সচেতন হতে হবে

প্রচারণায় যেন চিহ্নিত আসামী, সন্ত্রাসী না থাকে সে বিষয় প্রার্থীদের খেয়াল রাখা উচিৎ; সন্ত্রাসীরা প্রার্থী ও ভোটারদের জন্যও হুমকি; বাকি যে কয়েক দিন আছে এসময়ে শান্তিপুর্ন প্রচারনা যেন হয় প্রার্থীদের খেয়াল রাখতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply