Site icon Jamuna Television

মা দিবসে ক্যাডেট কলেজ ক্লাবের ব্যতিক্রমী আয়োজন

মা দিবস উপলক্ষ্যে রোববার (১১ মে) ক্যাডেট কলেজ ক্লাব আয়োজন করেছে এক ব্যতিক্রমী অনুষ্ঠান। যা শুরু হবে বিকেল সাড়ে চারটায়। চলবে রাত দশটা পর্যন্ত।

অনুষ্ঠানে উন্মোচন করা হবে বিশেষ প্রকাশনা ‘মায়ের কাছে প্রথম চিঠি’। ১৯৫৮ সালে ভর্তি হওয়া প্রবীণ ক্যাডেট থেকে শুরু করে ২০২৪ সালে ভর্তি হওয়া তরুণরা কলেজে ভর্তির পর মাকে লেখা চিঠির অনুলিপি হাতে লিখে এতে সংকলন করেছে। অনুষ্ঠানে থাকবে মায়ের সঙ্গে ছবি তোলার বুথ, যেখানে তোলা ছবি সাথে সাথেই ফ্রেমে বাধিয়ে দেয়া হবে।

উপস্থিত মায়েরা বলবেন তাদের কথা, জানাবেন সন্তানের প্রতি অনুভব-অনুভূতি। এছাড়াও পাঠ করা হবে মা বিষয়ক কবিতা, পরিবেশিত হবে গান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত যাদুশিল্পী জুয়েল আইচ।

/এমএইচ

Exit mobile version