মিয়ানমার সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত কয়েকশ’ পেজ এবং অ্যাকাউন্ট মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। রোহিঙ্গা গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং ভুল তথ্য প্রচারের অভিযোগে এ পদক্ষেপ বলে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
১৫টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টসহ মুছে দেয়া হয় প্রায় ৪২৫ টি ফেসবুক পেজ, ১৭টি গ্রুপ এবং ১৩৫ টি অ্যাকাউন্ট। মিয়ানমারের জাতিগত সহিংসতা ছড়াতে নিয়মিত ব্যবহার করা হয় দেশটির সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক।
উস্কানিমূলক তথ্য প্রচার করে তৈরি করা হয় সাম্প্রদায়িক উত্তেজনা। যাচাই বাছাইহীন এসব তথ্য ছড়ানো ঠেকাতে না পারায় দীর্ঘদিন ধরেই সমালোচনার মুখে, ফেসবুক। গেলো মার্চে এক বিবৃতিতে জাতিসংঘ মানবাধিকার বিশেষজ্ঞরা জানান, রাখাইনে গণহত্যার পেছনে অন্যতম নির্দেশকের ভূমিকা পালন করে ফেসবুক। একই অভিযোগে এর আগেও দু’বার বিপুল সংখ্যক পেজ ও অ্যাকাউন্ট মুছে দেয় ফেসবুক কর্তৃপক্ষ।
Leave a reply