ইন্টারনেট ভিত্তিক বৃহত্তম পেমেন্ট কোম্পানি পেপাল ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস ‘জুম’ চালু হলো বাংলাদেশে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে এই সেবা উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
হুন্ডি ও দুর্নীতি বন্ধ করতেই পেপালের যাত্রা বলে মন্তব্য করেন তিনি। জানান, দেশে এবছরই ফোরজি সেবা চালু হবে। অনুষ্ঠানে, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ফ্রিল্যান্সিং-এ বিশ্বের দ্বিতীয় শীর্ষ অব্স্থানে রয়েছে বাংলাদেশ। ফ্রিল্যান্সারদের পেপাল সার্ভিসের মাধ্যমে বিদেশ থেকে অর্থ আনার দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পেপালের জুম সার্ভিসের মাধ্যমে ফ্রিল্যান্সার ও প্রবাসীরা অর্থ পাঠাতে পারবেন।
Leave a reply