Site icon Jamuna Television

মিলিটারি বেসে ‘ল্যান্ড সোর্ড-২’ মিসাইল পরীক্ষা করেছে তাইওয়ান

তাইওয়ান প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে দেশটির জিউপেঙ সামরিক ঘাঁটিতে উন্নত ‘ল্যান্ড সোর্ড-২’ ক্ষেপণাস্ত্রের সফল লাইভ-ফায়ার ড্রিল পরিচালনা করেছে। এই ড্রিল আঞ্চলিক নিরাপত্তা ও সামরিক প্রস্তুতির বার্তা দিচ্ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ‘ল্যান্ড সোর্ড-২’ হলো তাইওয়ানের তৈরি একটি ক্ষেপণাস্ত্র সিস্টেম, যা স্থল ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সামরিক বাহিনীর যুদ্ধপ্রস্তুতি যাচাই এবং প্রতিরক্ষা কৌশলের কার্যকারিতা পরীক্ষা করাই এই ড্রিলের লক্ষ্য। তবে,  এই ড্রিল চীন-তাইওয়ান উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।

বেইজিং এই ড্রিলকে ‘অস্থিতিশীলতা সৃষ্টিকারী’ বলে নিন্দা জানিয়েছে এবং তাইওয়ানকে ‘এক চীন’ নীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, এই ড্রিলকে ‘প্রতিরক্ষামূলক প্রস্তুতি’ হিসেবে বর্ণনা করেছে, যা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনীয়।

এই সামরিক অনুশীলন তাইওয়ানের প্রতিরক্ষা শক্তি প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।

/এআই

Exit mobile version