বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

|

বাগেরহাটের রামপাল উপজেলায় গাছের সঙ্গে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার রাত সাড়ে ৩টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- রামপাল উপজেলা পেড়িখালী গ্রামের আবু তাহেরের ছেলে ফেরদাউস (৪২), বাস হেলপার মো. কামরুল (৪৫)।তিনি মোংলা পৌরসভার মাদ্রাসা সড়কের সরোয়ার হোসেনের ছেলে

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে মোংলাগামী আল আরাফাত পরিহনের বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারায়। গাড়ি উল্টে ঘটনাস্থলেই হেলপার মংলার কামরুল ও রামপালের যাত্রী ফেরদাউস নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একজনের। তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর খুলনা-মোংলা সড়কে যানজট তৈরি হলে ভোগান্তিতে পড়ে এ পথে চলাচলকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply