Site icon Jamuna Television

ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড

ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য। বন্যায় ভার্জিনিয়ায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় এলিগ্যানি ও গ্যারেট কাউন্টি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ওয়েস্টার্নপোর্ট শহর। পানি ঢুকে অচল শহরের ফায়ার সার্ভিস স্টেশন। প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানিবন্দি শত শত বাসিন্দা।

এলিগ্যানি কাউন্টির বিভিন্ন স্কুল থেকে অন্তত দেড়শ শিক্ষার্থী ও অর্ধশত মানুষকে উদ্ধার করা করেছে জরুরি বিভাগের সদস্যরা। দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

/এএম

Exit mobile version