Site icon Jamuna Television

এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ মারা গেছেন

বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ আজ সকালে রাজধানীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল’-এ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় এটিএন নিউজ কার্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত ছিলেন সরকার ফিরোজ। তিনি ১৯৭১ সালে তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের একজন ঘোষক ছিলেন। পরবর্তীতে বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্ব পালন করেন তিনি।

Exit mobile version