মুজিব কোট পরে বিশৃঙ্খলার পাঁয়তারা করছে বিএনপি: প্রধানমন্ত্রী

|

নতুন চক্রান্ত করছে বিএনপি। মুজিব কোট পরে, ছাত্রলীগ-যুবলীগের ব্যাজ বানিয়ে কেন্দ্রে-কেন্দ্রে গোলমালের ষড়যন্ত্র করছে দলটি। ভোট কারচুপির দুরভীসন্ধ করছে। ভিডিও কনফারেন্সিং-এ নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সিং-এ রাজশাহী, নড়াইল, গাইবান্ধা ও জয়পুরহাটে প্রার্থী, দলীয় নেতা-কর্মীদের সাথে যুক্ত হন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, রাজশাহীতে বাংলা ভাইয়ের সৃষ্টির পেছনেও রয়েছে বিএনপির মদদ। প্রধানমন্ত্রী অঙ্গিকার করেন- ইশতেহারের পূর্ণ বাস্তবায়ন করবে আওয়ামী লীগ। বলেন, আবারও ক্ষমতায় এলে বিদ্যুৎ পাবে শতভাগ মানুষ; আলোকিত হবে বাংলার প্রতিটি ঘর। রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান দেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply