মাশরাফী হীরার টুকরো, সোনার ছেলে: প্রধানমন্ত্রী

|

জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা হীরার টুকরো, সোনার ছেলে বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার ধানমণ্ডিতে ‘সুধাসদন’ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নড়াইলবাসীর কাছে মাশরাফীর পক্ষে ভোট চাওয়ার সময় তিনি এ কথা বলেন। একই সাথে নড়াইল-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বিএম কবিরুল হক মুক্তির জন্যও নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান দলীয় সভাপতি শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, মাশরাফী একটা হীরের টুকরা। সেই একটা হীরের টুকরাকেই আমি আপনাদের (নড়াইল জেলা) উপহার দিলাম। আপনারা নড়াইলবাসী নড়াইল-২ আসনে মাশরাফীকে এবং নড়াইল-১ আসনের প্রার্থী কবিরুল হক মুক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি আরো বলেন, আমি নড়াইলের দুটি আসনের এমপি ছিলাম। নড়াইলের দুটি আসন আমার। নড়াইলও আমার জেলা। গোপালগঞ্জের উন্নয়ন যা আছে সব আপনাদের (নড়াইল জেলাবাসী) দিয়ে দিলাম।

নড়াইল জেলার উন্নয়নের তথ্য তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

ভিডিও কনফারেন্সের সময় প্রধানমন্ত্রীর পাশে ছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এ সময় মাশরাফী নড়াইলবাসীর উদ্দেশ্যে বলেন, ইনজুরির কারণে নির্বাচনী এলাকায় আসতে একটু দেরি হচ্ছে। আশা করি খুব শীঘ্রই এলাকায় এসে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করবো। তিনি নৌকা প্রতীকে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রচারকাজ চালিয়ে যেতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট এসএম ফজলুর রহমান জিন্নাহ, এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ গোলাম নবীসহ স্থানীয় নেতারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply