Site icon Jamuna Television

আখাউড়ায় রেলস্টেশন থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

আখাউড়া করেসপনডেন্ট :

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তার বয়স পঞ্চাশোর্ধ হবে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৯ মে) সকালে আখাউড়া স্টেশন ১নম্বর প্ল্যাটফর্মের ভিআইপি লাউঞ্জের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রেলওয়ে স্টেশনের ব্যবসায়ীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম জানান, লোকটি স্টেশনে ভবঘুরে ছিলেন। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলেএ জানান ওসি।

Exit mobile version