কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
সুলতান মাহমুদকে আটকের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, ১৬ ডিসেম্বর ইনানীতে আওয়ামী লীগের প্রচারণার সময় গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় সম্পৃক্ত থাকার অভিযোগে আজ ভোরে তাকে গ্রেফতার করা হয়েছে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত চৌধুরী জানিয়েছেন, ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী জানান, পুলিশ অন্যায়ভাবে তাকে গ্রেফতার করেছে। তাকে যে মামলায় গ্রেফতার করার কথা উল্লেখ করা হয়েছে বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ইনানীতে ঘটেনি। সম্পূর্ণ পূর্বপরিকল্পিতভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখার জন্য মিথ্যা মামলা দিয়ে এলাকাছাড়া করার অপকৌশল নিয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এসব হয়রানি বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
Leave a reply