৩৬ রানে জয় পেয়েছে বাংলাদেশ

|

সাকিব আল হাসানের অলরাউন্ড পারফর্মেন্সে উইন্ডিজকে ৩৬ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে বাংলাদেশ। লিটন দাসের ফিফটির পর, সাকিব-মাহমুদ উল্লাহ’র ব্যাটিং তান্ডবে সিরিজে ফেরার মিশনে উইন্ডিজকে ২১২ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। সাকিব আল হাসানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে জবাব দিতে নেমে ১৭৫ রানে থামে উইন্ডিজের ইনিংস।

মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুঁটিতে ৪২ রান যোগ করেন তামিম ইকবাল আর লিটন দাস। ব্যক্তিগত ১৫ রানে তামিম ফিরলেও, ক্রিজের অন্যপ্রান্তে রীতিমতো তান্ডব চালান লিটন দাস। দ্বিতীয় উইকেটে সৌম্যকে সঙ্গে নিয়ে ৪২ বলে যোগ করেন ৬৮। ব্যক্তিগত ৩২ রানে কটরেলের শিকার হয়ে সৌম্য ফিরলেও, ক্যারিয়ারে দ্বিতীয় ফিফটি তুলে নেন লিটন। ৩৪ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলে লিটনের বিদায়ের পর মুশফিকও টেকেননি বেশিক্ষন।

ইনিংসের বাকি গল্প দুই অভিজ্ঞ সাকিব আল হাসান আর মাহমুদ উল্লাহ রিয়াদের। ক্যারিবীয় পেইসের দম্ভ গুড়িয়ে দিয়ে শেষ ৭ ওভারে ৯১ রান যোগ করে এই জুঁটি। ২৬ বলে ৪২ রানে সাকিব আর ২১ বলে ৪৩ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত থাকেন রিয়াদ।

২১২ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ তাড়া করতে নেমে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন ইনফর্ম শেই হোপ। মিডল অর্ডারে ৫০ রান করেন রভম্যান পাওয়েল। সাকিবের স্পিন ভেল্কিতে আর কেউ বলার মতো স্কোর পাননি। ২১ রানে ৫ উইকেট তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply