সাইবার অপরাধের দায়ে দুই চীনা নাগরিককে অভিযুক্ত করেছে মার্কিন বিচার বিভাগ। পশ্চিমা দেশগুলোর সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
‘অ্যাডভান্সড প্রেসিডেন্ট থ্রেট- ১০’- নামের একটি হ্যাকিং গোষ্ঠীর সদস্য ঝু হুয়া এবং ঝ্যাং শিলং নামের ওই দুই ব্যক্তি। যাদের সাথে সংযোগ রয়েছে চীনের সরকারি গোয়েন্দা বিভাগের।
বেসরকারি একটি প্রতিষ্ঠানের পাশাপাশি চীনের নিরাপত্তা মন্ত্রণালয়ের সাথে কাজ করতেন তারা। অন্তত ৪৫টি মার্কিন প্রতিষ্ঠানের তথ্য চুরির অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা হানা দেন, অন্তত ১২টি দেশের সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে।
এছাড়া মার্কিন নেভির কম্পিউটার সিস্টেম হ্যাক করে প্রায় এক লাখ কর্মকর্তার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় দুই হ্যাকার। এখনও গ্রেফতার না হলেও এফবিআইয়ের ওয়ান্টেড তালিকায় রয়েছে দুজনের নাম।
Leave a reply