গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

|

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি এবং জন নিরাপত্তায় হুমকি সৃষ্টির অভিযোগে পটুয়াখালীতে বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য মেহেদী মাসুদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

গলাচিপা থানার ওসি আকতার মোরশেদ জানান, এক অডিও বার্তায় নেতাকর্মীদের থানা ঘেরাওয়ের নির্দেশ দেন। এতে জননিরাপত্তার হুমকি দেখা দেয়ায় অভিযোগ আনা হয়েছে, গোলাম মাওলা রনির বিরুদ্ধে।

এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রনি ছাড়া অন্য আসামিরা হলেন-পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি শাহজাহান খান, চিকনিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিপলু খান, রনির ভাই সরোয়ার হোসেন, শ্যালক মকবুল হোসেন, ও শাহ আলম সানু।

গোলাম মাওলা রনি ২০০৮সালে এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি এই আসনে নৌকার টিকিট চেয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দেন। বিএনপি তাকে এই আসনে মনোনয়ন দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply