আমজাদ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে

|

প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল বিমান বন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছে।

এদিকে কাল সকালে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আমজাদ হোসেনের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে দুপুরে তার প্রিয় কর্মস্থল এফডিসিতে নিয়ে যাওয়া হবে। তারপর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হবে।

ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসার পর গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৭ মিনিটে মারা যান কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, চিত্রনাট্যকার, অভিনয়শিল্পী ও লেখক আমজাদ হোসেন।

১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গল্পকার, অভিনেতা, গীতিকার ও সাহিত্যিক হিসেবে সফলতা পেয়েছেন।

বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply