জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়েছে আওয়ামী লীগ

|

হলফনামায় বিএনপি কর্মী পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নেয়া জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় নির্বাচন কমিশনে গিয়ে সিইসি’র কাছে এই দাবি জানান এইচটি ইমামের নেতৃত্বাধীন আওয়ামী লীগের প্রতিনিধি দল।

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ঘন্টাব্যাপী বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মিদের ওপর হামলার প্রতিকার চাওয়া হয়। এসময় আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন পর্যবেক্ষণে খান ফাউন্ডেশন, ডেমোক্রসিওয়াচ, লাইট হাউজ, বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ -কে অনুমতি না দেয়ার অনুরোধ জানায়।

একইসাথে নিবন্ধন বাতিল হওয়া জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply