নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ শনিবার সিলেট আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ, প্রস্তুত সভামঞ্চ। অপেক্ষায় সিলেটের কোটি জনতা।
প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সকাল থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে আলীয়া মাঠের চারদিক। নগরীতেও মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। দলীয় প্রধানের জনসভা সামনে রেখে উজ্জীবিত চার জেলার আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ১০টায় বিমানে সিলেট পৌঁছাবেন। বিকেল সাড়ে ৪টায় আবার বিমানেই ঢাকায় ফিরবেন তিনি।
টানা ৬ ঘণ্টার এই সফরে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছেই নগরীর তিন আউলিয়া হযরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) মাজার জিয়ারত করবেন।
এর পর সিলেট সার্কিট হাউজে মধ্যাহ্ন ভোজ, নামাজ আদায় শেষে বেলা আড়াইটা থেকে ৩ টার মধ্যে আলীয়া মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে যাবেন।
ওই জনসভা মঞ্চে পরিচয় করিয়ে দেয়ার কথা এবারের নির্বাচনে সিলেট বিভাগের সকল নৌকা প্রতীকের কাণ্ডারীদের।
জনসভা শেষে ফেরার পথে সিলেট ক্লাবে বিভাগের নৌকার প্রার্থী ও সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে শেখ হাসিনা মতবিনিময়ের করবেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
Leave a reply