Site icon Jamuna Television

নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আমীর খসরু

বিএনপি নির্বাচনের অপেক্ষায় আছে। নির্বাচিত সরকার ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশহরে এলজিইডি মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মহানগর বিএনপি এ সভার আয়োজন করে।

আমীর খসরু সম্প্রতি জাপানে প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, দেশের সমস্যা দেশের বাইরে বললে সমাধান হবে না। দেশের ভেতরেই বলতে হবে। বাংলাদেশের মানুষই সব সমস্যার সমাধান। এছাড়া দ্বিতীয় আর কোনো সমাধান নেই বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানান দলের শীর্ষ নেতা। সভায় দলের সিনিয়র নেতারা জিয়ার কর্ম ও জীবনের ওপর আলোচনা করেন। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

/এএস 

Exit mobile version