সংসদে হিন্দুদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি হিন্দু মহাজোটের

|

হিন্দু সম্প্রদায় ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন-নিপীড়ণ বন্ধ এবং সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন দাবি তোলে হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়েন জোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বিবৃতিতে হিন্দু মহাজোটের দেয়া তিন দফায় আছে- জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, একটি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং স্বাধীন সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক অভিযোগ করে বলেন, বারবার প্রতিশ্রুতি দিলেও আওয়ামী লীগ সংখ্যালঘুদের দাবি পূরণে আন্তরিক নয়। অপরদিকে, বিএনপি বা জাতীয় ঐক্যফ্রন্টও হিন্দুদের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় আগ্রহী নয়।

সংবাদ সম্মেলন থেকে সকল রাজনৈতিক দলকে হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply