Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো সেনাবাহিনী

নারায়ণগঞ্জ করেসপনডেন্ট:

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার কয়েকটি খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) সকালে বাঁধ এলাকার কংশ খালের আব্দুল আলী সেতুর দুই পাশে ও হীরাঝির সংলগ্ন বেশ কয়েকটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও আবর্জনা অপসারণ করা হয়।

সরজমিনে দেখা যায়, ভেকু দিয়ে খালগুলোর আবর্জনা পরিস্কার করছে সংস্কার কাজের দায়িত্ব থাকা সেনাসদস্যরা। এ সময় খালের দুইপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনাও ভেঙে ফেলা হয়।

অভিযানের দায়িত্বে থাকা মেজর মো. সাকিব আজুয়াদ বলেন, ডিএনডি বাধেঁর ভেতরের সংস্কার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ জুন প্রকল্পটি পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, বাধেঁর ভেতরে টানা বর্ষণ হলে সেই পানি পাম্প দিয়ে ১২ ঘণ্টার মধ্যে নিস্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা তৈরি হচ্ছে না। এক্ষেত্রে স্থানীয়দের সচেতন হতে হবে। খাল বা ক্যানেলে ময়লা-আর্বজনা ফেলা যাবে না। পানির প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

/আরএইচ

Exit mobile version