Site icon Jamuna Television

চিলিকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

চিলি 0 : ১ আর্জেন্টিনা

ওয়ার্ড কাপ কোয়ালিফায়ারসে চিলিকে ১-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তবে ১৬ মিনিটে হুলিয়ান আলভারেজের করা গোলে লিড নেয় বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচে বিরতির পর মেসি মাঠে নামলেও পাল্টায়নি স্কোর লাইন। এমিলিয়ানো মার্তিনেজের দৃঢ়তায় পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

পুরো ম্যাচে ৬৬% বলের দখল নিয়ে ছড়ি ঘুরিয়েছে স্কালোনি শিষ্যরা। গোলের উদ্দেশ্যে নেয়া ১০ শটের চারটিই ছিলো লক্ষ্যে। এই জয়ে আর্জেন্টিনার শীর্ষস্থান সুংসহত হলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেলে চিলির।

/এআই

Exit mobile version