সারা দেশে গ্রেফতার-নির্যাতন চালাচ্ছে সরকার। পল্টনের দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি অভিযোগ করেন, আওয়ামী সরকার হচ্ছে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ ও লুটপাটকারী। বিএনপির বিরুদ্ধে মিথ্যা-অপপ্রচার চালাচ্ছে সরকার। বিরোধীদের ঠেকাতে চক্রান্তের জাল বিস্তার করছে ক্ষমতাসীনরা।
তিনি বলেন, জাতীয় নির্বাচন যতোই এগিয়ে আসছে, বাড়ছে নেতা-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা-গায়েবি মামলা। রাতের আধারে তল্লাশি চালিয়ে এখনও আটক করা হচ্ছে অনেক’কে।
রিজভী অভিযোগ করেন, ইসি আর আদালতকে ব্যবহার করে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হচ্ছে।
Leave a reply