Site icon Jamuna Television

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ: বিশ্বব্যাংক

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ। মঙ্গলবার (১০ জুন) প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের রাজনৈতিক অস্থিরতার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে। অনিশ্চয়তা বেড়ে যাওয়া এবং উৎপাদন খরচ বৃদ্ধি বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত করেছে।

অপরদিকে, মূলধনী পণ্যের আমদানি মন্থরতায় কমেছে শিল্প উৎপাদন। তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৪ দশমিক ৯ শতাংশ হবে বলে প্রক্ষেপণ করেছে বিশ্বব্যাংক। আর ২০২৬-২৭ অর্থবছরে ৫ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে।

সেইসাথে, আগামী অর্থবছর থেকে ধীরে ধীরে কমে আসবে মূল্যস্ফীতি। যা ধাপে ধাপে মুদ্রানীতি শিথিল করার পথ সুগম করবে বলে মত বিশ্লেষকদের।

/এএইচএম

Exit mobile version