প্রধানমন্ত্রী বেশি বাড়াবাড়ি করবেন না: জাফরুল্লাহ চৌধুরী

|

মাননীয় প্রধানমন্ত্রী বেশি বাড়াবাড়ি করবেন না, খোদা বেশি বাড়াবাড়িকে পছন্দ করেন না। আশা করি খোদা আপনাকে ক্ষমা করে দিবেন। জনগণও আপনাকে ক্ষমা করবেন। আপনি সুষ্টু নির্বাচনের পথ উন্মুক্ত করে দেন। তবেই আপনি ক্ষমা পাবেন। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক আলোচনা সভায় নানা ইস্যুতে ক্ষমতাসীনদের সমালোচনা করে ডা. জাফরুল্লাহ। তিনি বলেন, বিশ্বাস যোগ্য নির্বাচন না হলে দেশে আরো সংকটে পতিত হবে। সবাইকে সাহস নিয়ে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে বিএনপিপন্থি বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, ৩০ ডিসেম্বর নতুন উদাহরণ সৃষ্টি করতে হবে, এজন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply