Site icon Jamuna Television

ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

শনিবার (১৪ জুন) চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে হবে। এ সময় শিক্ষা নিয়ে বাণিজ্য না করে শিক্ষা পদ্ধতি আনন্দমুখর করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন। পরে ৫ বিশিষ্ট ব্যক্তি, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

/আরএইচ

Exit mobile version