Site icon Jamuna Television

গাজীপুরে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের বিক্ষোভ

স্টাফ কারসপনডেন্ট, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর সদর উপজেলা বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি গাজীপুর সদর হোতাপড়া থেকে শুরু হয়ে ভবানিপুরে গিয়ে শেষ হয়। 

এ সময় নেতাকর্মীরা বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দালালদের দিয়ে গাজীপুর সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয় আর তাই এই কমিটি বাতিল করতে হবে।

আওয়ামী লীগ দোসর আবু বক্কর সিদ্দিক কে গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব পদ থেকে বহিষ্কারের দাবি জানান পদবঞ্চিত বিএনপির নেতাকর্মীরা।

/এএস

Exit mobile version