Site icon Jamuna Television

নভেম্বরের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে: শ্রম উপদেষ্টা

ফাইল ছবি।

আগামী নভেম্বর মাসের মধ্যেই শ্রম আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বুধবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ওয়ালটন ও বিএসআরএম’র দেয়া চেক হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে ৩৫ লাখ শিশু শ্রমিক রয়েছে। এর মধ্যে ১০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। এ সময় বাচ্চাদের জোর করে কাজে না পাঠিয়ে স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, এশিয়া-প্যাসিফিক গ্রুপভুক্ত দেশগুলোর নতুন সমন্বয়কারী হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করেছে। সুইজারল্যান্ডের জেনেভায় দেশগুলোর শ্রমমন্ত্রীদের সঙ্গে অনুষ্ঠিত সভায় জাপানের কাছ থেকে এক বছরের জন্য এই দায়িত্ব নেয়া হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেয়া ওয়ালটনের ৬ কোটি ১২ লাখ এবং বিএসআরএম’র ২ কোটি ৫৫ লাখ টাকার চেক গ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

/আরএইচ

Exit mobile version