Site icon Jamuna Television

এভারকেয়ারে পৌঁছেছেন খালেদা জিয়া

ফাইল ছবি।

স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে গুলশানের বাসা থেকে বের হয়ে পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

খালেদা জিয়া বাসা থেকে বের হলে বিএনপি নেতাকর্মীরা তার গাড়িবহরের সামনে ভীড় করেন। এতে গাড়িবহরটির গতি ধীর হয়ে যায়। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তায় থাকা সদস্যদের নেতাকর্মীদের সামলাতে দেখা যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, এটি খালেদা জিয়ার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। বড় ধরনের জটিলতা না থাকলে আজ বুধবার রাতেই বাসায় ফিরবেন তিনি।

গত ৬ মে লন্ডনে প্রায় চার মাসের চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া। এর আগে গত ৭ জানুয়ারি লন্ডনে যান তিনি। সেখানে প্রথমে লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। এরপর সেখান থেকে ছাড়পত্র পেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি।

/এমএইচ

Exit mobile version