Site icon Jamuna Television

ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আওয়ামী লীগ: মঈন খান

ফাইল ছবি।

ইচ্ছাকৃতভাবে দেশের শিক্ষা ব্যাবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ‘সাদা দল’ আয়োজিত এ সেমিনারে মঈন খান বলেন, বিগত সরকার জনগণের দল ছিল না। জনগণের প্রতি আস্থা না রেখে ক্ষমতা কুক্ষীগত করেছিল তারা। সেমিনারে বক্তারা, বিএনপির প্রতিষ্ঠাতার শিক্ষা দর্শন ও নানা কর্মসূচী তুলে ধরেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, আওয়ামীলীগ ক্ষমতা দখল করে রেখে দেশজুড়ে দুর্নীতি করেছিল। আরও বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল ভারতনির্ভর। জিয়াউর রহমান দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি করেছিলেন বলেও জানান বক্তারা।

/এমএইচ

Exit mobile version