পানছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে নিহত ২, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন

|

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুই যুবক নিহত হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্তবর্তী পুজগাং বাজারে এ ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন লোগাং এর বাসিন্দা চা দোকানি চিক্কু চাকমা ও অপরজন রাস্তার কাজে নিয়োজিত শ্রমিক সোহেল রানা। সোহেল রানার বাড়ি চট্টগ্রামের দোহাজারীতে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল আলম। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত সেই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেন নি তিনি।

দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে এই ঘটনায় আওয়ামী প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে দায়ী করেছেন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সংগঠক মাইকেল চাকমা। তিনি বলেন, কুজেন্দ্র লাল ত্রিপুরার নির্দেশে জেএসএস সংস্কার গ্রুপের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। প্রথমে তারা ইউপিডিএফ সমর্থিত সিংহ প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নুতন কুমার চাকমার নির্বাচনী অফিস পুঁড়িয়ে দেয়। পরে পালিয়ে যাওয়ার সময় তারা ব্রাশফায়ার করলে ওই দুইজন নিহত হয় বলে অভিযোগ করেছেন তিনি।

তবে অভিযোগটি প্রত্যাখ্যান করেছে জেএসএস। এটি ইউপিডিএফ এর অভ্যন্তরীণ কোন্দলের জের বলে জানায় সংগঠনটি।

এদিকে সারাদেশের মতো মধ্যরাত থেকেই খাগড়াছড়িতেও মাঠে নেমেছে সেনাবাহিনী। এছাড়া বিজিবি সদস্যদেরও বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply