Site icon Jamuna Television

চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত আইটেম গার্ল শেফালি জরিওয়ালা

৪২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘কাঁটা লাগা’ গার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও আইটেম গার্ল শেফালি জরিওয়ালা। শুক্রবার (২৭ জুন) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

বিগ বস ১৩ এর মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীকে রাতেই তড়িঘড়ি করে মুম্বাইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তার স্বামী ও অভিনেতা পারাগ ত্যাগীসহ তিনজন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শেফালিকে মৃত ঘোষণা করেন।

শেফালি জরিওয়ালার এমন আকস্মিক মৃত্যু তার ভক্ত-অনুরাগীদের পাশাপাশি বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে। ইতোমধ্যে তার অকালে চলে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনয়শিল্পীরা।

২০০২ সালে হিন্দি পপ অ্যালবাম ‘ডিজে ডল’ বের হয়। সেখানে ‘কাঁটা লাগা’ গানের রিমিক্স ভিডিওর মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান শেফালি জরিওয়ালা। সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও চরিত্রেও দেখা গেছে তাকে। সবমিলিয়ে ৩৫টির বেশি মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি।

/এটিএম

Exit mobile version