কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সঠিক খবর যাতে বাধাগ্রস্থ না হয় এজন্য কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মোটর সাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে মফস্বল এলাকার সাংবাদিকদের মোটর সাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যমুনা টিভি’র নাজমুল হোসেন, প্রথম আলোর সফি খান, বিটিভির জেলা প্রতিনিধি এড. আহসান হাবীব নীলু, একুশে টেলিভিশন’র আতাউর রহমান বিপ্লব, ইনডিপেন্টেন্ড’র প্রতিনিধি আব্দুল খালেক ফারুক, এনটিভি’র হাসিবুর রহমান হাসিব, একাত্তর টেলিভিশনের রাজু মোস্তাফিজ, নিউজ টোয়েন্টিফোরের হুমায়ুন কবির সূর্য্য প্রমুখ।
Leave a reply