Site icon Jamuna Television

ফুডপান্ডার এমডিসহ ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা

প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দা আমবারীন রেজাসহ ছয়জনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালতে এই মামলা হয়।

ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাগুলো করেন। বাদীর আইনজীবী কাজী মফিজুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন।

বাদীর আইনজীবী জানান, ফুডপান্ডার সহযোগী প্রতিষ্ঠান পান্ডামার্টের সঙ্গে ব্যবসা করেন শিহাব মাহমুদ। পৃথক পৃথক চুক্তি অনুযায়ী এই ব্যবসা করার কথা। কিন্তু চুক্তি ভঙ্গ করে বিভিন্ন জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে পান্ডামার্টের তথা ফুডপান্ডার কর্মকর্তারা বাদীর ৫ কোটি ৬০ লাখ টাকা ক্ষতি করেছেন। এ কারণে এই মামলা করা হয়েছে।

জানতে চাওয়া হলে ফুডপান্ডা এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে। বলা হয়, ফুডপান্ডা ও এর কর্মীদের সুনাম নষ্ট করার উদ্দেশে এ মামলা করা হয়েছে। এসব ‘মিথ্যা অভিযোগ’ ও ‘অপচেষ্টার’ বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও ভাবছে এই আন্তর্জাতিক খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান।

/এটিএম

Exit mobile version