Site icon Jamuna Television

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনার দ্বিতীয় ধাপের প্রথম দিনের বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে তিন দিনব্যাপী দ্বিতীয় দফার শুল্ক-বাণিজ্য চুক্তিবিষয়ক আলোচনার প্রথম দিনের বৈঠক ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। যদিও সময়সীমার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নমনীয় হতে পারে, তবে তার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে চায়। সে লক্ষ্যেই ওয়াশিংটন ডিসিতে চলছে আলোচনা।

প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্কের প্রায় সব গুরুত্বপূর্ণ দিকই অন্তর্ভুক্ত ছিল। বিষয়টি নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।

বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের কৃষি, জ্বালানি, বাণিজ্য ও কপিরাইটবিষয়ক সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।

উভয় পক্ষের মধ্যে আলোচনা পুনরায় শুরু হবে বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ৯টায়। আলোচনা চলবে শুক্রবারও।

/এএম

Exit mobile version