সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন এরশাদ

|

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান  হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন। আজ রাত ৯ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

হুসেইন মুহম্মদ এরশাদ-এর সফর সঙ্গী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং হুসেইন মুহম্মদ এরশাদ এর পিএ মঞ্জুরুল ইসলাম।

বিমান বন্দরে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ কে স্বাগত জানান- মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস.এম. ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান এম.এ. তালহা, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, যুগ্ম মহাসচিব- শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী মো: আবুল খায়ের, মো: মিল্টন মোল্লা, মাখন সরকার, যুগ্ম দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মো: আলমগীর কবীর, মিজানুর রহমান দুলাল, মো: মাহাবুবুর রহমান লিপ্টন, এম রফিকুল আলম সেলিম, ছাত্রসমাজের সাবেক সভাপতি শামীম আহমেদ রিজভী, ছাত্রসমাজের সভাপতি মোড়ল জিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply