Site icon Jamuna Television

মেহেরপুরে নির্বাচনী পরিবেশ নেই: বিএনপি প্রার্থী মাসুদ অরুন

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে এ কোন নির্বাচনী পরিবেশ নেই বলে দাবি করেছেন বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতির সভাপতি মাসুদ অরুণ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় মেহেরপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিনিয়ত পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে একই সাথে তাদের নামে গায়েবি মামলা দিচ্ছে। বিএনপির সমর্থকরা যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে জন্য তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী চীফ এজেন্ট মারুফ আহম্মেদ বিজন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলা পর্যায়ের অনেক নেতার বিরুদ্ধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মামলা। প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে একটি বিশেষ দলকে সুযোগ করে দেওয়ার জন্য।
এসময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইলিয়াস হোসেন, আব্দুর রহমান, হাফিজুর রহমানসহ বিএনপি নেতা-কর্মীরা।

Exit mobile version