সিরিয়ায় বিমান হামলা নিয়ে উত্তপ্ত ইসরায়েল-রাশিয়া সম্পর্ক

|

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত ইসরায়েল-রাশিয়া সম্পর্ক। এ ইস্যুতে পাল্টাপাল্টি বিবৃতি দেয় দেশ দুটি।

বুধবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সার্বভৌমত্বে আঘাত করেছে ইসরায়েল। মস্কোর দাবি, যুদ্ধবিমান থেকে সিরিয় অস্ত্রাগার লক্ষ্য করে ১৬টি বোমা ফেলে ইসরায়েল। এতে আহত হয় তিন সিরিয় সেনা। এছাড়া দুটি বেসামরিক বিমানকে বিপদে ফেলার অভিযোগও আনে মস্কো।

অন্যদিকে, রাশিয়ার বিবৃতির পর নিজেদের বিমান বাহিনীর ভূমিকায় সাধুবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, সিরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তেল আবিব। মার্কিন সেনা প্রত্যাহার দামেস্কে ইসরায়েলি নীতির বিষয়ে কোনো প্রভাব ফেলবেনা বলেও জানান নেতানিয়াহু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply