কাল সকাল আটটায় শেষ হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। শেষ মুহুর্তে গণসংযোগে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের।
সকাল থেকে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগ ও শরীকদলের প্রার্থীরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় ভোটারদের কাছে ভোট চাইছেন। তুলে ধরছেন উন্নয়নের ভবিষ্যত পরিকল্পনা। অন্যদিকে বিএনপি ও শরীক দলের প্রার্থীরা সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরে ভোটারদের সমর্থন চাইছেন। ভয়-ভীতি উপেক্ষা করে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। স্বতন্ত্র প্রার্থীরাও ব্যস্ত শেষ সময়ের প্রচার-প্রচারণায়।
Leave a reply