Site icon Jamuna Television

এসিসির সভায় ভার্চুয়ালি যোগ দিচ্ছে ভারত, ঢাকায় আসছে আফগানিস্তানের প্রতিনিধিও

নানা নাটকীয়তার পর অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) যোগ দিচ্ছে ভারত। ভার্চুয়ালি এই সভায় যোগ দেয়ার বিষয়টি বিসিবিকে নিশ্চিত করেছে বিসিসিআই। পাশাপাশি সভায় যোগ দিতে ঢাকায় আসছেন আফগানিস্তানের প্রতিনিধিও।

বুধবার (২৩ জুলাই) এসিসির সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মহসিন নাকভি। পিসিবি প্রেসিডেন্টকে ফুল দিয়ে বিমানবন্দরে বরণ করে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

পরবর্তীতে বেশ কয়েকটি মিটিং করেন নাকভি, দেখা করেন ক্রীড়া উপদেষ্টার সাথেও। ঢাকায় অনুষ্ঠিত হওয়া এই এজিএম নিয়ে ঘোর আপত্তি ছিলো বিসিসিআইয়ের। ভেন্যু অন্য কোথাও সরানোর কথাও বলে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এসিসি সভাপতি সেই দাবি কানে না তুললে, এজিএমে অংশ না নেয়ার কথাও বলে তারা। তবে এবার সুর পাল্টে ভার্চুয়ালি থাকার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হবে এজিএম।

/এমএইচআর

Exit mobile version