Site icon Jamuna Television

চোট পেয়ে বাকি ম্যাচে অনিশ্চিত ঋষভ পন্ত

‘অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি’র চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারত। চোট পেয়ে ইনিংসের মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হলেন ঋষভ পন্ত। এই টেস্টে তাকে আর পাওয়া যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

বুধবার (২৩ জুলাই) সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে গিয়ে ডান পায়ে চোট পান পন্ত। দেখা যায় তর পা ফুলে গিয়েছে এবং বড় ক্ষত তৈরি হয়েছে। ডান পা ফেলতেই পারছিলেন না তিনি।

এক পর্যায়ে স্ট্রেচারে করে তাকে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। তখন দেখেই বোঝা যাচ্ছিল তিনি কতটা যন্ত্রণা অনুভব করছিলেন।

ইনিংসের ৬৮ তম ওভারে ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস একটি ইয়র্কার বল করেন। পন্ত বলের দিকে না তাকিয়ে সুইপ করতে যান। বল ব্যাটে লেগে তার ডান পায়ের গোড়ালির ঠিক নিচে লাগে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি।

দেখা যায়, তার ডান পায়ে ক্ষত ছাড়াও রক্তের দাগও রয়েছে। ক্যাবি অ্যাম্বুলেন্সে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় পন্তকে।

পন্ত রিটায়ার্ড হার্ট হলে তার জায়গায় নামেন শার্দুল ঠাকুর, যিনি দিনের বাকি অংশে জাদেজার সঙ্গে টিকে থেকে অপরাজিত হিসেবে দিনশেষে মাঠ ছাড়েন।

দিনশেষে ভারত তাদের প্রথম ইনিংসে তুলেছে ৪ উইকেটে ২৬৪ রান। রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর দুজনই ১৯ রান নিয়ে অপরাজিত আছেন।

উল্লেখ্য, সিরিজের তৃতীয় টেস্টে লর্ডসেও প্রথম দিন চোট পেয়েছিলেন পন্ত। সেবার উইকেট কিপিং করার সময় একটি বল তার হাতে লাগে। আঙুলে চোট পেয়ে সেই ম্যাচে আর উইকেট কিপিং করতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ইংনিসে ব্যাট করেছিলেন। কিন্তু এ বার দেখে মনে হয়েছে পন্থের চোট অনেক বেশি গুরুতর।

/এমএইচআর

Exit mobile version