মিয়ানমারের রাখাইন থেকে জীবন বাঁচিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয়সহ বিভিন্ন পদক্ষেপ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শনিবার রাত ৯টা ৩০মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন জাতিসংঘ মহাসচিব। কথপোকথনে, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন মানবিক পদক্ষেপের প্রতি অকুন্ঠ সমর্থন জানান তিনি।
প্রতিউত্তরে, রোহিঙ্গাদের যেন শিগগিরই ফিরিয়ে নেয়া হয় সেজন্য মিয়ানমারের প্রতি আরও চাপ প্রয়োগ করার জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যমুনা অনলাইন- এফআর
Leave a reply