ভোটগ্রহণ কাল, জেলায় জেলায় পৌঁছেছে ভোটের সরঞ্জাম

|

একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কাল। জেলায় জেলায় পৌঁছেছে ভোটের সরঞ্জাম; আজই চলে যাবে কেন্দ্রে কেন্দ্রে।

এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৩৯টি দল। নির্বাচন ঘিরে ব্যানার পোষ্টার ঝুলছে বিভিন্ন অলিগলি, পাড়া মহল্লায়। নির্বাচনের সব সরঞ্জামাদি এরইমধ্যে পাঠানো হয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। আজ প্রত্যেক ভোটকেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ অন্যান্য সামগ্রী।

এক প্রার্থীর মৃত্যুতে স্থগিত হয়েছে গাইবান্ধা-৩ আসনের নির্বাচন। তাই ভোটের লড়াই হবে ২৯৯ আসনে। এরমধ্যে ছয়টিতে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ হবে। ইভিএম মেশিনও বিতরণ করা হবে আজ। সব মিলিয়ে প্রস্তুত নির্বাচন কমিশন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চলবে ভোটগ্রহণ। ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply